কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শনিবার দুপুরের দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য আফজল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম গ্রহণ করেন তিনি।
উপজেলার এ গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ভোটারের সংখ্যা পায় ৮ হাজার। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
বছরের অন্য সময়গুলোতে শান্তিতে থাকলেও বর্ষাকালে বাড়িঘর রক্ষা করা এলাকাবাসীর জন্য হয়ে ওঠে সংগ্রামের। তাই এলাকা জুড়ে বাঁধ নির্মাণের দাবি তাদের শত বছরের।
গ্রামের বাসিন্দা শামসুন্নাহার জানান, ‘বর্ষাকাল এলেই আমরা আতঙ্কে থাকি কখন জানি ঢেউয়ে বাড়িঘর ভেঙে যায়।’
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজল হোসেন বলেন, শত শত বছরের পুরনো অনেক গ্রাম নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হওয়ার পথে। ছাতিরচর তেমনই একটি গ্রাম। সরকারের বড় বড় উন্নয়নের মধ্যে অবহেলিত গ্রামগুলোর উন্নয়ন অন্যতম। সরকার এ গ্রামের উন্নয়নের জন্যই ৫২ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকার প্রকল্প দিয়েছে।
পাউবোর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, ছাতিরচর ইউনিয়নটির চারদিকেই বিস্তীর্ণ হাওর হওয়ায় প্রতি বছরই বর্ষাকালে এই ইউনিয়নের চারদিকে ভাঙ্গনের সৃষ্টি হয়। গ্রাম জুড়ে একটি প্রতিরক্ষা বাঁধের দাবি অনেকদিন ধরেই করছেন এখানকার বাসিন্দারা।
২০২৫ সালের জুলাই মাসে এই নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছে পাউবো।