নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আগরবাতি থেকে গ্যাস লাইনে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
উপজেলার তারাব পৌরসভার তারাব বিশ্বরোড এলাকার একটি বাড়িতে শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ৩০ বছর বয়সী মো. জুম্মান, ২৩ বছর বয়সী মো. মিরাজ, ৪০ বছর বয়সী মো. কবির, ২২ বছর বয়সী মো. সেমিন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, তাদের মধ্যে জুম্মনের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে ৷ বাকিদের ৪ থেকে ৫ শতাংশ পুড়েছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক আতাউর রহমান জানান, তারাব বিশ্বরোডের নোয়াপাড়া এলাকায় ইয়াজউদ্দিন নামের এক ব্যক্তি মারা যান। তার দাফন-কাফনের প্রস্তুতি চলছিল। সেখানে একজন আগরবাতি জ্বালালে পাশে থাকা গ্যাস লাইনের পাইপে আগুন ধরে যায়। তখন পাশে থাকা একজন দগ্ধ হন। বাকিরা আগুন নেভাতে গিয়ে সামান্য দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, আগরবাতি জ্বালানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ধরে এই চারজন দগ্ধ হয়েছেন।