বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঠাও পার্সেলের আড়ালে ইয়াবার হোম ডেলিভারি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ জুলাই, ২০২৩ ২১:৩৮

সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, পাঠাওয়ের যে পার্সেল সার্ভিসটা আছে, সেটা দিয়ে ইয়াবার হোম ডেলিভারি হচ্ছে। আমরা রাতে তোফাজ্জল নামে পাঠাওয়ের একজন পার্সেল ডেলিভারিম্যানকে আটক করেছি।

রাজধানীতে পাঠাও পার্সেলের আড়ালে ইয়াবার হোম ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন এমন একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তোফাজ্জল হোসেন নামে এই চালকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা।

এর আগে শুক্রবার রাতে আহসান হাবিব হাসান নামে একজন পর্যটকবেশী ইয়াবা বহনকারীকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের সদস্যরা। খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে থেকে তাকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তার দেয়া তথ্যে শনিবার আটক করা হয় তোফাজ্জল হোসেনকে।

শনিবার রাতে ঢাকা মেট্রো (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এসব তথ্য জানিয়েছেন।

তিনি নিউজবাংলাকে বলেন, বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, পাঠাওয়ের যে পার্সেল সার্ভিসটা আছে, সেটা দিয়ে ইয়াবার হোম ডেলিভারি হচ্ছে। আমরা তোফাজ্জল নামে পাঠাওয়ের একজন পার্সেল ডেলিভারিম্যানকে আটক করেছি।

সুব্রত সরকার বলেন, প্রথমে আটক করা হয় আহসান হাবিব হাসানকে। তিনি একজন পেশাদার মাদক পাচারকারী। কক্সবাজার থেকে প্রতি মাসে ৬/৭টি চালানে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করেন। আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে একজন টুরিস্টের ভূমিকায় বারবার কক্সবাজার যাওয়া আসা করেন। সড়কপথে বাসে কিংবা ট্রেনে এবং আকাশপথে ইয়াবা পাচার করে ঢাকায় পৌঁছে দেয়ার কাজে যুক্ত ছিলেন তিনি।

তিনি বলেন, আহসান হাবিব কক্সবাজারের বাজারঘাটা এলাকার মাদক ব্যবসায়ী ঠান্ডা মিয়ার সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অন্যজন তোফাজ্জল হোসেন পাঠাও অ্যাপসের মাধ্যমে পার্সেল পৌঁছে দেয়ার কাজ করতেন। এই পার্সেল সেবার আড়ালে তিনি ইয়াবা ডেলিভারি করতেন।

দুজনের বিরুদ্ধে খিলগাঁও এবং তুরাগ থানায় পৃথক মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর