জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সুষ্ঠু নির্বাচনই হলো তাদের দফা। দেশের রাজনীতিতে উদ্ভূত সংকটের সমাধানে তার দল সংলাপ চায় বলেও তিনি জানান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শনিবার তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মাওলার গুলশানের বাসায় ইইউ প্রতিনিধি দলের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক হয়।
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্ন ও চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মাওলা উপস্থিত ছিলেন।
মুজিবুল হক বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়। আমাদের চাওয়াও সেটাই।’
মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি অবশ্যই সব সময় সংলাপ চায়। কারণ, সংলাপ ছাড়া তো কোনো সমস্যার সমাধান হবে না।’
তিনি আরও বলেন, ‘উনারা (ইইউ প্রতিনিধিরা) এসেছেন, ইউরোপীয় ইউনিয়নের আরেকটি টিম (প্রতিনিধি দল) আসবে ২৩ জুলাই। তারা বিভিন্ন দল ও পক্ষের সঙ্গে আলোচনা করছেন, আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, ভালোভাবে হয়, নিরপেক্ষভাবে হয়—এ বিষয়ে তারা কথা বলছেন। দুটি টিম তাদের মূল্যায়ন প্রতিবেদন দেয়ার পর ইইউ সিদ্ধান্ত নেবে পর্যবেক্ষক পাঠাবেন কি না।’
ইইউ প্রতিনিধি দলটি জাতীয় পার্টির কাছে কী জানতে চেয়েছে, এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় একটি নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচনটা যদি করতে হয়, তাহলে নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা দরকার। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আলোচনার মাধ্যমে সম্ভব। আসলে মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেয়া প্রয়োজন।’
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে মুজিবুল হক বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি। তারা এটা নিয়ে ইন্টারেস্টেড (আগ্রহী) না।’