বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পহেলা আগস্ট থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধের গোষণা রাজশাহীতে

  • প্রতিনিধি, বগুড়া   
  • ১৫ জুলাই, ২০২৩ ২০:০৮

জ্বালানির কমিশন বৃদ্ধিসহ অন্যান্য সমস্যার সমাধানে ৩১ জুলাই পর্যন্ত সময় বেধে দেন পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য মিজানুর রহমান।

জ্বালানি তেলের কমিশন বৃদ্ধিসহ তিনদফা দাবি বাস্তবায়ন না হলে আগামী পহেলা আগস্ট থেকে তেল উত্তোলন ও পরিবহন চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিভাগীয় জ্বালানি তেল ব্যবসায়ীরা।

শনিবার বেলা ১১টার দিকে বগুড়ার বেতগাড়ী এলাকার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটি উত্থাপিত দাবিগুলো হলো জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকগুলোর ইকোনমিক লাইফ ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি এবং কমিশনের বিষয়টি প্রতিশ্রুতি অনুযায়ী সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

জ্বালানি তেলের মূল্যে যখন ৬০ টাকা থাকাকালীন যে হারে কমিশন দেয়া হতো, তেলের মূল্যে দ্বিগুণ হওয়ার পর এখনও প্রায় সেই একই হারে কমিশন দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মিজানুর রহমান জানান, জ্বালানি তেল বিক্রয়ের ওপর ডিলার্স কমিশন বৃদ্ধির দাবি জ্বালানি ব্যবসায়ীদের দীর্ঘদিনের। কিন্তু সংশ্লিষ্টরা কমিশন বৃদ্ধির প্রতিশ্রুতি বারবার দিলেও তা এখনও বাস্তাবায়ন হয়নি।

মিজানুর রহমান আরও বলেন, বর্তমানে অটো গ্যাস (এলপিজি) স্টেশনে প্রতি লিটারে তিন গুন বেশি অর্থ বিনিয়োগ করে জ্বালানি ব্যবসায়ীরা পাচ্ছেন নূন্যতম কমিশন।

এ সংক্রান্ত সকল সমস্যা ৩১ জুলাইয়ের মধ্যে সমাধানে সময় বেধে দেন মিজানুর রহমান। তা না হলে পহেলা আগস্ট থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘটের হুঁশিয়ারি দেয়া দেন তিনি।

এ বিভাগের আরো খবর