বগুড়ার আদমদীঘির মুরইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন।
মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের কাছে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন একটি ট্রাকের চালক ঢাকার কামরাঙ্গীরচরের দাদন মিয়া, যাত্রী নওগাঁর সাপাহারের রকিবুল ইসলাম এবং অপর ট্রাকের মালিক ও চালক নওগাঁর দয়ালের মোড় এলাকার মোস্তাক।
এ ঘটনায় আহত ও ট্রাকচালকের সহকারী সাইফুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত তিনজনের নাম ও পরিচয় নিশ্চিত করেন আদমদীঘি থানার এসআই আলমগীর হোসেন।
পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের আগে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাক রাতে নষ্ট হয়। সেটি মেরামতের কাজ করছিলেন মালিক ও চালক মোস্তাক আলী। ওই সময় ঢাকা থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক নওগাঁ যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা মোস্তাকের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তাক ও অপর ট্রাকের সহকারী সাইফুল ইসলামকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়।
ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই আবদুর রহমান জানান, আহত দুজনকে হাসপাতালে আনার পর মোস্তাককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সাইফুলের চিকিৎসা চলছে। তিনি শজিমেক হাসপাতালের তিন তলার সার্জারি বিভাগে ভর্তি আছেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে জানা গেছে একজন জীবিত আছেন। ট্রাক দুটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।’