গাজীপুরে শ্রমিক লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামি আকাশ আহমেদ বাবুলকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শহরের হোটেল-মোটেল জোন থেকে শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজার র্যাব-১৫-এর উপঅধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
গ্রেপ্তার বাবুলের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার বটটেকি এলাকায়।
র্যাব-১৫-এর উপঅধিনায়ক সাদিকুল হক বলেন, গত ২১ জুন গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কথা বলতে যান শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে আকাশসহ সংঘবদ্ধ ১২ থেকে ১৩ জনের দল শহিদকে মারধর করে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়, যেখানে দুই নম্বর আসামি করা হয় বাবুলকে। তারপর থেকে ছায়াতদন্ত শুরু করে র্যাব। এরই অংশ হিসেবে শুক্রবার ভোররাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আকাশ আহমেদ বাবুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে শহিদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা আকাশ স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।