বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদবঞ্চিত ছাত্রদল নেতাদের কাণ্ডে অস্থির নরসিংদী

বৃহস্পতিবার সকালেও আদালতে আত্মসমর্পণ করতে গেলে শহরের প্রধান সড়কে (ডিসি রোড) বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের পথ আটকে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছেন জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।

ঘটনার সূত্রপাত এ বছরের ২৫ মে। সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা হয়। সে ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম।

এর পর থেকেই উত্তপ্ত নরসিংদীর রাজনৈতিক অঙ্গন। হামলা, গ্রেপ্তার, সংঘর্ষের ঘটনার মধ্য দিয়েই দিন কাটছে শহরবাসীর।

বৃহস্পতিবার সকালেও আদালতে আত্মসমর্পণ করতে গেলে শহরের প্রধান সড়কে (ডিসি রোড) বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের পথ আটকে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছেন জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।

২৫ মের ঘটনার পরদিন রাতে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন নরসিংদী সদর থানায় হত্যা মামলা করেন। এতে বিএনপির কেন্দ্রীয় দুই নেতা খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় বিএনপি নেতা জাহিদসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মামলার প্রধান আসামী বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে আত্মসমর্পণ করার বিষয়টি জানতে পেরে বাধা দিতে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা হাতে লাঠি ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে শহরের প্রধান সড়ক অবরুদ্ধ করে রাখেন।

সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের আট আইনজীবীকে বহনকারী একটি মাইক্রোবাসে ভাংচুর চালান তারা। এসময় মাইক্রোবাসে থাকা আইনজীবীরা গাড়ি থেকে নেমে ছুটে পালাতে গেলে তাদের একজনকে ধরে ফেলে ছাত্রদল নেতারা।

এর আগে আইনজীবীদের বহনকারী মাইক্রোবাসের ঠিক সামনে থাকা আরেকটি মাইক্রোবাসও ভাংচুর করেন তারা। ঘটনার আধাঘণ্টা পরে এনকেএম উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নিতে আসা একটি প্রাইভেট কারেও তারা ভাংচুর চালান।

ঘটনার সময় পুলিশ সদস্যদের নীরব দর্শকের ভূমিকায় দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুধু ডিসি রোডের দুই প্রান্তে জেলখানা মোড় এবং জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে পুলিশ অবস্থান নিয়ে রাস্তায় ব‍্যারিকেড দিয়ে যান চলাচলে বাধা দেয়।

বেলা বারোটার দিকে ছাত্রদল নেতারা ডিসি রোড ছেড়ে আদালত প্রাঙ্গণে অবস্থান নিলে সেখানে তাদের অবশ্য দাঁড়াতে দেয়নি পুলিশ। পরে পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের টেনিস কোর্টের সামনে অবস্থান নেন।

এমন তাণ্ডবের মধ্যেও আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন সাবেক এমপি খায়রুল কবির খোকন। তবে এ মামলায় উচ্চ আদালত থেকে নেয়া জামিন বহাল রাখেন নরসিংদী বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত।

শহরের প্রধান সড়ক অবরুদ্ধকালে পদবঞ্চিত দলটির নেতা-কর্মীদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও বহিষ্কৃত ছাত্রদল নেতা মাইন উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, নিহত ছাত্রদল নেতা সাদেক হত্যা মামলার বাদী আলতাব মেম্বার, বহিষ্কৃত ছাত্রদল নেতা ফাহিম রাজ অভিসহ অন‍্যান্য নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় পদবঞ্চিত গ্রুপের নেতা মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘যতদিন ছাত্রদল নেতা সাদেক ভাই ও আশরাফুল হত্যার বিচার না হবে, ততদিন আমরা খাইরুল কবির খোকনকে নরসিংদীতে ঢুকতে দেব না।’

ইতোমধ্যে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে খায়রুল কবীর খোকনের আইনজীবী ইলতুতমিশ সওদাগর নিউজবাংলাকে বলেন, ‘আমরা নরসিংদী জেলখানা মোড় থেকে আদালত প্রাঙ্গণে যাওয়ার সময় ডিসি রোডের স্টেডিয়াম সংলগ্ন স্থানে পৌঁছালে একদল দুস্কৃতিকারী হামলা চালিয়ে আমাদের গাড়িসহ পরপর তিনটি গাড়ি ভাংচুর করে। এতে আইনজীবীসহ সাতজন আহত হয়েছেন।’

সে সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিভাগের আরো খবর