পুলিশ জানায়, ঢাকাগামী নীলাচল পরিবহনের বাসের সঙ্গে পাটুরিয়াগামী ট্রাকের সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। অহত যাত্রীদের মানিকগঞ্জ সদর হপাসাতালে নেয়া হয়েছে।
মানিকগঞ্জে বাস-ট্রাকের সংর্ঘষে ট্রাকচালক নিহত এবং ১০ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের মূলজাল এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী নিহত চালকের নাম মোহাম্মদ নিজামউদ্দিন।
পুলিশ জানায়, ঢাকাগামী নীলাচল পরিবহনের বাসের সঙ্গে পাটুরিয়াগামী ট্রাকের সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। অহত যাত্রীদের মানিকগঞ্জ সদর হপাসাতালে নেয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘নিজামউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক জব্দ করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’