নাটোর সদরে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সদর উপজেলার কাফুরিয়া এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আবুল কালাম, যার বয়স ৬০ বছর। তাকে হত্যার ঘটনায় সদরের দস্তানাবাদ কুমারপাড়া গ্রাম থেকে বুধবার রাতে লাভলু শেখ নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, সদর উপজেলার কাফুরিয়া এলাকার কৃষক আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলাবাগান বিক্রি করেন। কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল কৃষক আবুলের। এ টাকা দিতে কামাল কালক্ষেপণ করতে থাকেন।
তিনি আরও জানান, বুধবার সকালের দিকে আবুল পাওনা টাকা চাইতে যান। ওই সময় কামাল উদ্দিন ও তার ভাই লাভলু শেখের সঙ্গে আবুলের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে লাঠিসোটা দিয়ে আবুলকে পিটিয়ে হত্যা করেন কামাল, লাভলুসহ তাদের সহযোগীরা।
এ ঘটনায় কৃষকের ভাতিজা সমজান আলী বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা করে। এর পরপরই র্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে নেমে লাভলুকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।