সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। সমমনা দল ও জোটকে সঙ্গে নিয়ে ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে গণপদযাত্রা কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়েছে।
নয়াপল্টনে বুধবার আয়োজিত সমাবেশ থেকে বিএনপির এ ঘোষণার পরপরই পাল্টা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বলা হয়েছে, নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে এবং শেখ হাসিনাই তাতে নেতৃত্ব দেবেন।
দেশের বৃহৎ রাজনৈতিক দল দুটি এমন একটা সময়ে ‘এক দফা’ ও ‘পাল্টা এক দফা’র ঘোষণা দিল যখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের পৃথক দুটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে সফরকারী প্রতিনিধি দলটি এদিন কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে। আর ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন ঢাকায় বিভিন্ন বৈঠকে ব্যস্ত সময় কাটায়।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে উপস্থিত নেতাকর্মী-সমর্থকদের একাংশ। ছবি: পিয়াস বিশ্বাস
রাজধানীর নয়াপল্টনে সমাবেশে প্রধান প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের একটাই দাবি- জনগণের ভোটাধিকার হরণকারী, ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী এই সরকারের পদত্যাগ। এক দফা এক দাবি- অবৈধ সংসদের বিলুপ্তি।
‘আজকের এই সভা এবং যে ঘোষণা সেটি ঐতিহাসিক একটি ঘোষণা। এটি জাতিকে মুক্ত করার ঐতিহাসিক আহ্বান। জাতিকে তার হারানো অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেসব রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে একটি যৌথ ঘোষণা দেবো। সেই ঘোষণা হলো আমাদের এক দফার আন্দোলন। আর কোনো কথা নেই। এক দফার আন্দোলন- এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ।’
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্দলীয় নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতার পরিবর্তন চাই। তবে সেই নির্বাচন আপনাদের মতো শেয়ালের হাতে হতে দেয়া যাবে না। আপনারা বার বার কুমিরের বাচ্চা দেখানোর মতো নির্বাচন গিলে খেয়ে ফেলেছেন। ২০১৪ ও ২০১৮ সালে খেয়েছেন, আবারও খেতে চাইছেন। সেই সুযোগ আর দেয়া হবে না।’
ফখরুল বলেন, ‘এই দাবি আদায়ে ১৮ জুলাই রাজধানীসহ সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচি পালিত হবে। আর পরদিন ঢাকায় আরেকটি পদযাত্রা করা হবে।’
সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই কর্মসূচির ঘোষণা দিলাম। ওইদিন কর্মসূচি পালনের আগেই দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেবেন, পদত্যাগ করে বিদায় নেবেন। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে আপনাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে জনগণ।’
বিএনপির সমমনা দলগুলোও আলাদাভাবে একই ঘোষণা ও কর্মসূচি দিয়েছে।
এদিকে নয়াপল্টনে বিএনপির এক দফা ঘোষণার সময় বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ বক্তব্য দেন দলটির সাধারণ ওবায়দুল কাদের।
বুধবার বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে উপস্থিত নেতাকর্মী-সমর্থকদের একাংশ। ছবি: নিউজবাংলা
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও এক দফা- শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না। সংবিধানসম্মতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন।’
বিএনপির এক দফা নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘নির্বাচনে তাদের এক দফার জবাবে আমাদেরও এক দফা। আর সেটি হলো সংবিধানসম্মত নির্বাচন। সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা কোনো বাধা দেবো না। কাউকে আক্রমণ করতে যাবো না। বিদেশি বন্ধুরা এসেছেন। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। আমাদেরও লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করবো।’
বিএনপি অনেক ষড়যন্ত্র করেছে অভিযোগ করে কাদের বলেন, ‘তারা আগেও কাঁথা-বালিশ নিয়ে অনেক লোক আনার চেষ্টা করেছে। তারা ডিসেম্বরের স্বপ্ন দেখে গরুর হাটে গিয়েছিল। এখন আরেক স্বপ্ন দেখছে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন নয়াপল্টনের বৃষ্টির কাদাপানিতে আটকে গেছে।’
বিএনপি এর আগে পূর্ব ঘোষণা দিয়েও গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় নয়াপল্টনে সমাবেশ করতে পারেনি। তখন এই কর্মসূচি ঘিরে নিয়ে পুলিশের সঙ্গে দলটির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে আটক করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে।
অবশ্য এবারের পরিস্থিতি ভিন্ন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২৩ দফা শর্তসাপেক্ষে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্পটে বিএনপির সমমনা দল ও জোটগুলো যুগপৎভাবে কর্মসূচি পালন করে।