নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। তারা দু’জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বুধবার বিকেলে উপজেলার কেওঢালা এলাকার চট্টগ্রামমুখী লেনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে ৩৫ বছর বয়সী আমানউল্লা আমান এবং ধামপুর ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে ২৮ বছর বয়সী মো. শিশির। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলে চড়ে মদনপুর থেকে জাঙ্গাল এলাকার দিকে যাচ্ছিলেন আমান ও শিশির। তারা কেওঢালা এলাকার পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় রাস্তায় পড়ে গেলে কাভার্ড ভ্যানটি তাদের চাপায় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আশপাশ থেকে লোকজন ছুটে গেলে কিছুদূর সামনে এগিয়ে গাড়িটি রাস্তার মাঝে ফেলে রেখে পালিয়ে যান চালক।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহীম বলেন, ‘দুই মোটরসাইকেলআরোহীর মরহেদ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের লোকজন এসেছে। তাদের সঙ্গে অলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ‘ঘটনার পর পুলিশ মহাসড়ক থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে আগেই পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি। তাকে আটক করতে ইতোমধ্যে খোঁজখবর নেয়া হচ্ছে।’
এ ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।