সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে দান করা কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনও কোনো মামলা হয়নি।
সোমবারের ওই সংঘর্ষে চারজন নিহত এবং ৪০ জন আহত হন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ‘দুপক্ষের কেউ এসে মামলা করেন কি না সে অপেক্ষায় আছি। জড়িতরা যে যার মতো পলাতক থাকার চেষ্টা করছেন। কেউ কেউ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।’
তিনি আরও বলেন, ‘এখনও হাসনাবাদ গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’
শুক্রবার জুমার পর হাসনাবাদ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। গ্রামবাসীর উপস্থিতিতে ওই কাঁঠালটি নিলামে তোলা হয়। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। পরে সোমবার সকালে এর জেরে সংঘর্ষ হয়।