যমুনায় কয়েকদিন ধরে অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের সলিড স্পারের উজানে অন্তত ১৫০ মিটার এলাকা ধসে গেছে।
বুধবার সকালে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই এক নাম্বার সলিড স্পার এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার এ বাঁধের ৩০ মিটার এলাকা ধসে পড়ে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের উদ্যোগে মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার স্পার নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের ১৫০ মিটার ধসে যায়।
পরে স্পারের মাটি রক্ষায় সিসি ব্লক দেয়া হয়। বুধবার সকালে সেই স্পার বাঁধটির উজান অংশের ১৫০ মিটার আবারও নদীগর্ভে তলিয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কাজিপুর থানা, খাদ্য গুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আজ সকালে মেঘাই এক নাম্বার সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে ধসের ঘটনা ঘটে।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক বলেন, ‘স্পার বাঁধে ধসের বিষয়টি জানার পর দ্রুতই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের জানিয়েছি। পাউবোর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন।’