বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকার পথে সাভারে পুলিশি তল্লাশি, সড়কে কমেছে গণপরিবহন

  • প্রতিনিধি, সাভার    
  • ১২ জুলাই, ২০২৩ ১১:১৬

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঢাকায় আদালত চত্বর থেকে যে দুইজন জঙ্গি পালিয়েছিলেন তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে বুধবার ভোর থেকেই।’

দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই উত্তাপের পারদ বাড়ছে। এতোদিন তা বিচ্ছিন্নভাবে দেখা গেলেও বুধবার তা বৃহৎ আকারে দৃশ্যমান হতে যাচ্ছে। রাজধানী ঢাকায় আজ সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিসহ অন্যান্য বিরোধী দল।

একই দিনে পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন ঘিরে রাজধানীর উপকণ্ঠ সাভারে ব্যাপক পুলিশি তল্লাশি চলছে। এতে যাত্রীবাহী পরিবহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

পুলিশের ভাষ্য, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশমুখগুলোতে পুলিশি তল্লাশি কার্যক্রম চলছে।

বুধবার সকাল থেকেই সাভারের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল একেবারেই কম দেখা গেছে।

সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বাসগুলোকে ঢাকায় ঢুকতে না দেয়ায় আমিনবাজার থেকেই ফিরে আসতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন।

চাকরিজীবী খাইরুল মামুন বলেন, ‘আমি প্রতিদিন ভোরে আশুলিয়া থেকে বাসে ঢাকার শ্যামলীতে অফিস করতে যাই। কিন্তু বুধবার সকালে পল্লীবিদ্যুৎ স্ট্যান্ডে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বাস পেয়েছি। যদিও যানজটের কারণে আমিনবাজারের আগেই বাস থেকে নেমে হেঁটে গিয়েছি। আমিনবাজার পুলিশ চেকপোস্ট পার হয়ে আবার ঢাকার ভেতরের লোকাল বাসে ওঠে শ্যামলি এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমিনবাজারে অসংখ্য পুলিশ ঢাকা প্রবেশের বাসগুলোতে তল্লাশি চালাচ্ছে। তাদের কাগজপত্র চেক করছে। মূলত আমিনবাজার থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। এ কারণে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। অসংখ্য সাধারণ যাত্রী হেমায়েতপুর থেকে হেঁটেই আমিনবাজার আসছেন। এমনিতে তীব্র রোদ তার ওপর এটা বাড়তি ভোগান্তি। পুলিশ অহেতুক তল্লাশির নামে বাসগুলোকে ঢাকায় ঢুকতে দিচ্ছে না। এটা যে কারণেই করা হোক সাধারণ মানুষকে হয়রানি ছাড়া কিছুই না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসমালিক বলেন, ‘বুধবার সকালে আমিনবাজারে পুলিশ চেকপোস্টে আমাদের কোনো বাস ঢুকতে দেয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমিনবাজার থেকেই আবার সাভারে ফেরত আসা লাগছে।’

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঢাকায় আদালত চত্বর থেকে যে দুইজন জঙ্গি পালিয়েছিলেন তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে বুধবার ভোর থেকেই।’

এ বিভাগের আরো খবর