বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাটর্নি জেনারেল-ইইউ প্রতিনিধি বৈঠক, বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১১ জুলাই, ২০২৩ ১৮:৩২

প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দলটি যখন বের হয়ে যাওয়ার জন্য কার্যালয়ের নিচে নেমে আসে, তখন আরও জোরালো স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বাংলাদেশ সফরকালে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠক চলাকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বাইরে গেটের সামনে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার বেলা ২টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রাায় এক ঘণ্টা বৈঠক করেন ইইউ প্রতিনিধিরা। এসময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।

তার আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইইউ প্রতিনিধিরা আরপিও, ফৌজদারি-দেওয়ানি আইন ও নাগরিকের অধিকার সম্পর্কে জানতে চেয়েছিলেন। এসব আইনের প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে।’

সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনায় সুনির্দিষ্ট কিছু ছিল না। বাংলাদেশের আইন সম্পর্কেই তারা জানতে চেয়েছেন। আইনগুলোতে কী আছে, না আছে- তা আমি বলেছি।’

এসময় ডিজিটাল নিরাপত্তা আইন, এর প্রয়োগ বা কোনো বিশেষ মামলা নিয়ে আলোচনা হয়নি বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এদিকে ইইউ প্রতিনিধিরা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসার খবর পেয়ে বিএনপিপন্থী শাতধিক আইনজীবী অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের গেটের সামনে এসে জড়ো হন। উপরে যখন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক চলছিল, নীচে গেটের সামনে তখন বিএনপিপন্থী আইনজীবীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।

প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দলটি যখন বের হয়ে আসার জন্য কার্যালয়ের নিচে নেমে আসে, তখন তারা আরও জোরালো স্লোগান দিতে থাকেন।

এ সময় অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাছান চৌধুরীসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের এগিয়ে দিয়ে যান।

বিক্ষোভে বিএনপির আইনজীবীরা ‘উই ওয়ান্ট ডেমোক্রেসি, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট ভোটিং রাইট, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা’ স্লোগান দিচ্ছিলেন।

এসময় ইইউ প্রতিনিধিরা কিছু সময় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। মিনিট দুই পর বিক্ষোভ মিছিলের ভেতর দিয়ে তার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বের হয়ে যান। এরপর ইইউ প্রতিনিধিরা গাড়িতে উঠলে বিক্ষোভকারীরা গাড়ির চারপাশ ঘিরে ধরেন। পুলিশ তাদের সরাতে চেষ্টা করেও ব্যর্থ হয়।

বিক্ষোভকারী বিএনপিপন্থী এক নারী আইনজীবী গাড়ির সামনে দাঁড়িয়ে যান। পরে পুলিশ তাকে সরালে ধীর গতিতে গাড়ি চলতে শুরু করে। তখন বিক্ষোভকারীরা গাড়ির পেছন পেছন সুপ্রিম কোর্টের বার কাউন্সিল সংলগ্ন গেট পর্যন্ত আসেন।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাতীয় নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউ-এর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী একটি দল ১৬ দিনের সফরে শনিবার ঢাকায় আসে। মঙ্গলবার তারা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর চার সদস্যবিশিষ্ট দলটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এ বিভাগের আরো খবর