বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পুরান পাগলে ভাত পায় না…’ বলায় খুন

  • প্রতিনিধি, আনোয়ারা ও বাঁশখালী (চট্টগ্রাম)   
  • ১১ জুলাই, ২০২৩ ১৭:২৫

চট্টগ্রামের বাঁশখালীতে চায়ের দোকানে বসে নুরুল আজিম সিকদারকে উদ্দেশ করে ‘পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল কোথা থেকে এসেছ?’ বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ বজলুল হকের পেটে ছুরি ঢুকিয়ে দেন নুরুল। তাকে আটক করা হয়েছে।

ষাট বছরের বজলুল হক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় তার পাশে গিয়ে বসেন নুরুল আজিম সিকদার। তাকে উদ্দেশ করে এই বৃদ্ধ বলেন, ‘পুরান পঅলে ভাত নঅপার, নোয়া পঅল হত্তুন আইস্‌সচদে?’ (পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল কোথা থেকে এসেছ?)

আর সঙ্গে সঙ্গে চায়ের দোকানে থেকে পেঁয়াজ কাটার ছুরি নিয়ে বজলুল হকের পেটে ডুকিয়ে দেন আজিম। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

উপস্থিত লোকজন বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি আজিম উদ্দিনকে আটক করে।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে।

নিহত বজলুল হক স্থানীয় মৃত আবুল বশরের পুত্র এবং অভিযুক্ত নুরুল আজিমও একই এলাকার মৃত মোখতার আহমদের ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘কথা-কাটাকাটির জের ধরে হত্যার শিকার বজলুল হকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকেও আটক করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর