বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডুবন্ত নৌকার যাত্রীদের উদ্ধারে হাওরে নেমে যুবকের মৃত্যু

  • প্রতিনিধি, কিশোরগঞ্জ   
  • ১১ জুলাই, ২০২৩ ১৩:১৪

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, ‘অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে গরু নিয়ে পাঁচ নারী-পুরুষ ডিঙ্গি নৌকায় করে বাজিতপুর উপজেলার হাছানপুর গ্রামে যাচ্ছিলেন। সঙ্গে দুই শিশুও ছিল। সাবিকুল এক শিশু ও নারীকে উদ্ধার করেন। সড়কে উঠতে গিয়ে হঠাৎ তিনি হাওরের পানিতে তলিয়ে যান।’

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে হাওরে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশালা গ্রামের হাওরে সোমবার দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা ৭টার দিকে ২৫ বছর বয়সী সাবিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীর কান্দি গ্রামের বাসিন্দা।

আদমপুর ইউনিয়নের চিকনাকান্দি গ্রামের বাসিন্দা আবদে মোস্তফা রোমান জানান, সাবিকুল দুপুরে হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে যান। সেখানে ডুবন্ত নৌকা থেকে যাত্রীদের উদ্ধারে পানিতে ঝাঁপ দেন। এতে তিনি নিজেই নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, ‘অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে গরু নিয়ে পাঁচ নারী-পুরুষ ডিঙ্গি নৌকায় করে বাজিতপুর উপজেলার হাছানপুর গ্রামে যাচ্ছিলেন। সঙ্গে দুই শিশুও ছিল। পথে স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।’

ওসি আরও বলেন, ‘সাবিকুল এক শিশু ও নারীকে উদ্ধার করেন। সড়কে উঠতে গিয়ে হঠাৎ তিনি হাওরের পানিতে তলিয়ে যান।’

অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের অধিনায়ক কবির আহমেদ বলেন, ‘সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর