নাটোরে ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার ৩৯ বছর বয়সী আবু সালেহ রিংকু মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
নাটোর গোয়োন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা তথ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী রিংকুকে ধরতে অভিযান চালানোর সময় চার গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিভিন্ন মাদক জব্দ হলেও নাটোরে এই প্রথম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার হলো।’
ক্রিস্টাল মেথ আইস ইয়াবার চাইতে অনেকগুণ বেশি ক্ষতিকর মাদক। এটি ইয়াবার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া তৈরি করে মানবদেহে।
উপ-পরিদর্শক আরও জানান, গ্রেপ্তার রিংকু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
আবুল সালেহ রিংকুর নামে মাদক মামলা করে বড়াইগ্রাম থানায় পাঠানো হয়েছে।