বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ বছর পর শাবিতে নতুন উপ-উপাচার্য

  • প্রতিবেদক, সিলেট   
  • ১০ জুলাই, ২০২৩ ১৮:৫৫

নিজের অনুভূতি জানিয়ে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন বলেন, ‘দায়িত্ব পালনকালে আমি সর্বোচ্চ চেষ্টা করব বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের জন্য সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করতে।’

২০ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) নতুন উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবীর হোসেন এ পদে নিয়োগ পেয়েছেন।

সোমবার সকালে উপসচিব মোছাম্মৎ রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদানের তারিখ হতে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।‘প্রো-ভাইস চ্যান্সেলর পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন/সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন।’শাবিতে সর্বশেষ ২০০২ সালে প্রথম উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়। তখন উপ-উপাচার্যের দায়িত্ব পান অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। তিনি ২০০৩ সালের ২৭ এপ্রিল পর্যন্ত প্রায় এক বছর উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর থেকে পদটি ফাঁকা ছিল।

নিজের অনুভূতি জানিয়ে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন বলেন, ‘দায়িত্ব পালনকালে আমি সর্বোচ্চ চেষ্টা করব বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের জন্য সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করতে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অ্যাকাডেমিক কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে আমি কাজ করে যাব।

‘এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রেখে শিক্ষার্থীদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে আমি সবসময় কাজ করার চেষ্টা করব।’

দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।এ বিষয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘সরকার উপ-উপাচার্য নিয়োগ দিয়েছেন। আমি উনাকে স্বাগত জানাই। আমরা একসাথে উন্নয়নমূলক কাজগুলো পরিচালনা করে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার চেষ্টা করব।’অধ্যাপক ড. মো. কবীর হোসেন ১৯৯১ সালে শাবির পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এর পর থেকে ১৮ বার শাবি শিক্ষক সমিতির সভাপতি, সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া পাঁচবার বিশ্ববিদ্যালয়ের ফেডারেশন ও চারবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, দুইবার পরিসংখ্যান বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন তিনি।

বর্তমানে শিক্ষক সমিতির সভাপতি ও মেডিক্যাল প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এ অধ্যাপক।

এ বিভাগের আরো খবর