জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত থাকার অভিযোগে শামীম গাজী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাদিম হত্যা মামলায় নামীয় আসামি আমর আলী গাজীর ছোট ভাই।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ পুরাতন গোহাটি এলাকা থেকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া শামীম গাজী উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের আর্চাকান্দি গ্রামের কবির আলী গাজীর ছেলে। তিনি সাধুরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
প্রসঙ্গত, ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে ময়মনসিংহ মেডি্যিাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান নাদিম।
এ ঘটনায় নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।