বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইইউ প্রতিনিধি দলের ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ শুরু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ জুলাই, ২০২৩ ২২:৩৮

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল রোববার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া দূতাবাসের সঙ্গে পৃথক বৈঠক করেছে।

১৫ দিনের সফরে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত যাচাই করবে এ প্রতিনিধি দলটি।

শনিবার ভোরের মধ্যে প্রতিনিধি দলের ছয় সদস্য ঢাকায় পৌঁছান। রোববার দিনভর তারা বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন।

কূটনৈতিক সূত্র জানায়, রোববার ঢাকার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া দূতাবাসের সঙ্গে পৃথক তিনটি বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল।

শনিবার সন্ধ্যার মধ্যে প্রতিনিধি দলের দুই সদস্য ঢাকায় পৌঁছান। বাকি চারজন আসেন রোববার ভোরে। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর করছে।

ইইউ প্রতিনিধি দল ঢাকায় তাদের কার্যক্রমের সূচি প্রকাশ করেনি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তাদের গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের কোনো পরিকল্পনা নেই। এমনকি তাদের নামও প্রকাশ করা হয়নি; কারণ প্রতিনিধি দলটি সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ থাকতে চায়।

এ প্রতিনিধি দলটির মূল কাজ হবে নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তা ইত্যাদি বিষয় মূল্যায়ন করা। এ প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের প্রতিনিধি, নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি না সে সিদ্ধান্ত নেবে।

এটি একটি স্বাধীন পেশাদার পর্যবেক্ষণ প্রক্রিয়া; ইউরোপীয় ইউনিয়নের কোনো রাজনৈতিক মিশন নয়।

ঢাকার ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি নির্বাচনের প্রস্তুতি দেখবে। আগামী নির্বাচনে পর্যবেক্ষণে ইইউ প্রতিনিধি দল আসতে পারবে কি না, সেটি খতিয়ে দেখবে দলটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আগামী জাতীয় নির্বাচনের আগে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটির এই সফর ও পরিস্থিতি যাচাই বেশ গুরুত্বপূর্ণ। ব্রাসেলসে ফিরে এই দলটির দেয়া প্রতিবেদনের ওপর নির্ভর করবে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

এর আগে ২০১৪ সালের নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় নির্বাচনী পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। ২০১৮ সালের নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইইউকে আমন্ত্রণ জানানো হয়। জবাবে ইইউ কোনো পর্যবেক্ষণ মিশন না পাঠানোর কথা জানায়। কিন্তু দুই সদস্যের একটি নির্বাচন বিশেষজ্ঞ দল পাঠায়।

এ বিভাগের আরো খবর