ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার সকালে অভিযুক্ততে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।
ঠাকুরগাঁওয়ের ডিসি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়া নাসির উদ্দীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার বিকেল ৪টার দিকে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক হিরণ চন্দ্র রায় রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার সকালে পাঞ্জাবি পরা এক ব্যক্তি বেলচা হাতে ডিসি কার্যালয়ে প্রবেশ করে প্রতিটি কক্ষের থাই গ্লাস ভাঙচুর করতে থাকেন। তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ তাকে আটকাতে গেলে তিনিও আহত হন।