নরসিংদীর পলাশের ঘোড়াশালে বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।
এ ঘটনায় একমাত্র আসামি ৫৭ বছর বয়সী দিনমজুর হাবিজ ওরফে হাবি মিয়াকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।
হাবি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের বাসিন্দা।
শনিবার রাত ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।
পুলিশ ও কিশোরীর পরিবারের সদস্যরা জানায়, কিশোরীর মা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। ঘোড়াশাল পৌর এলাকায় বাবা ও ভাইয়ের সঙ্গে থাকে ওই কিশোরী। গত ২৭ জুন বিকেলে বাড়ির পাশের একটি পাহাড়ি টেকে কিশোরীকে একা পান হাবি মিয়া। ওই সময় কিশোরীর বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন হাবি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, কিশোরী প্রথমবার ধর্ষণের শিকার হওয়ার পর পরিবারকে জানায়নি। এ ঘটনার পর তার বাবা ও ভাই চার দিনের জন্য সিলেটে যান। সেই সুযোগে হাবি মিয়া আবার তাকে ধর্ষণ করেন।
এর কয়েক দিন পর কিশোরীর ভাবি ঘরের বিছানার নিচ থেকে ধর্ষণে ব্যবহৃত আলামত পায়। এ বিষয়ে কিশোরীকে জিজ্ঞাসা করা হলে সে তার ভাবীর কাছে ধর্ষণের বিষয়টি খুলে বলে।
কিশোরী জানায়, হবি মিয়া তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে পরপর দুইবার ধর্ষণ করে। শুরুতে লোকলজ্জার ভয় ও ঈদের সময় থাকায় মামলা করতে দেরি হয়েছে।
কিশোরীর বাবা জানান, স্থানীয় কাউন্সিলরের পরামর্শে শনিবার হাবি মিয়ার নামে পলাশ থানায় অভিযোগ করেন তিনি।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, কিশোরীর বাবা ধর্ষণের অভিযোগ জানালে তা আমলে নিয়ে মামলা করা হয়। পরে শনিবার রাতেই ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে হাবিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নরসিংদীর আদালতে সোর্পদ করা হবে।