মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীতে গোসলে নেমে নিখোঁজের চার দিন পর কিশোর রোকন মৃধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৌলভীবাজারের শেরপুর টোল ব্রিজের পাশ থেকে শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাণ হারানো রোকন মৃধা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের প্রয়াত রাম চরণ মৃধার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৪ জুলাই ১০ থেকে ১৪ বছরের তিন কিশোর মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীতে গোসল করতে যায়। এসময় তারা নদীর পার থেকে লাফালাফি করে নদীতে। একটা সময় দুইজন নদী থেকে উঠে এলেও একজন আর উঠে আসতে পারেনি। সাঁতার না জানায় নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় রোকন মৃধা। অনেক খোঁজাখুঁজির পরও রোকনকে পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে গত মঙ্গলবার রোকনের পরিবারের সদস্যরা কমলগঞ্জ থানায় একটি হারানো ডায়েরি করেন।
তারা আরও জানায়, নিখোঁজের চারদিন পর স্থানীয়রা শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শেরপুর টোল ব্রিজের পাশে রোকনের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শেরপুর থানার পুলিশ মরদেহের খবর পেয়ে কমলগঞ্জ থানাকে অবগত করলে তারা মরদেহ শনাক্ত করার জন্য চা শ্রমিক পরিবারের সদস্যদের জানায়। শুক্রবার রাতে মরদেহ শনাক্ত করে নিয়ে এসে শনিবার সকাল ১০টার দিকে দাহ করা হয় রোকন মৃধাকে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘শুক্রবার শেরপুর টোল ব্রিজের পাশে নদীতে ভেসে থাকতে দেখে শেরপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা আমাদের জানানো পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিই।’