রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
কামরাঙ্গীরচরে শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৩ বছর বয়সী মো. শাহিনের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি কামরাঙ্গীরচর ছাপরা মসজিদ এলাকায় থাকতেন।
শাহিনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মন্টি বলেন, ‘কামরাঙ্গীচরের বিক্রমপুর প্লাস্টিক কারখানায় আমরা শ্রমিক হিসেবে কাজ করি। শনিবার ভোরের দিকে কারখানায় নতুন একটি মেশিন ঢোকানোর সময় পাশেই বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে মেশিনের ধাক্কা লেগে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শনিবার ভোর ৫টার দিকে তাকে মৃত বলে জানান।’
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।