রাজধানীর উপকণ্ঠ সাভারের বলিয়ারপুরে থেমে থাকা বাসে নিয়ন্ত্রণ হারানো আরেকটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন বাস দুটিতে থাকা বেশ কয়েকজন যাত্রী।
ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুর বাস স্ট্যান্ডে শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় নিহত গণেশ চন্দ্র দাশ (৫০) সাভারের বনগাঁও ইউনিয়নের বাসিন্দা। আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, বলিয়ারপুর বাস স্ট্যান্ডে মৌমিতা পরিবহনের একটি বাস যাত্রী ওঠাচ্ছিল। ওই সময় থেমে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় এ কে ট্রাভেলসের বাস। এতে মৌমিতা পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে নিচে পড়লে এর চাপায় পথচারী গণেশ নিহত হন।
দুর্ঘটনার শিকার একে ট্রাভেলসের বাসটি ডিভাইডারের ওপর উঠে যায় বলে জানায় পুলিশ।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার শিকার বাস দুটিও থানা চত্বরে রাখা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে৷