বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাচার হয়েই চলেছে বকশীগঞ্জ জুট মিলের যন্ত্রপাতি

  • শওকত জামান, জামালপুর   
  • ৭ জুলাই, ২০২৩ ২৩:২৯

বকশীগঞ্জ পৌর শহরের চর কাউনিয়ার দড়ি পাড়ায় মিলটি অবস্থিত। সবশেষ মঙ্গলবার দুপুরেও পুলিশের উপস্থিতিতে দুটি ট্রাকে বড় দুটি জেনারেটরসহ মিলের মুল্যাবান যন্ত্রাপাতি পাচার হয়েছে। তবে কী পরিমাণ যন্ত্রাংশ, তার সঠিক হিসাব পাওয়া যায়নি।

জামালপুরে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের মালামাল ট্রাকে করে পাচার হয়ে আসছে অনেকদিন ধরে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দিনে-দুপুরে, কখনও রাতের আঁধারে নানাভাবে মিলের মূল্যবান যন্ত্রাংশ পাচার করছে একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র। অনেকসময় পুলিশ উপস্থিত থাকলেও ঠেকানো যাচ্ছে না পাচার। বাধা দিতে গেলে ‘পুরাতন যন্ত্রাংশ মেরামত করার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে’ বলে স্থানীয় প্রশাসনকে জানায় পাচারকারীরা।

বকশীগঞ্জ পৌর শহরের চর কাউনিয়ার দড়ি পাড়ায় মিলটি অবস্থিত। সবশেষ মঙ্গলবার দুপুরেও পুলিশের উপস্থিতিতে দুটি ট্রাকে বড় দুটি জেনারেটরসহ মিলের মুল্যাবান যন্ত্রাপাতি পাচার হয়েছে। তবে কী পরিমাণ যন্ত্রাংশ, তার সঠিক হিসাব পাওয়া যায়নি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, স্থানীয় প্রশাসনের কয়েকজন অসৎ কর্মকর্তা ও এক প্রভাবশালী জনপ্রতিনিধি নানা মহলকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ জুট মিলের মুল্যবান যন্ত্রপাতি পাচার করে আসছেন। এর আগেও রাতের আঁধারে এক প্রভাবশালী জনপ্রতিনিধির নির্দেশে ৮টি ট্রাকভর্তি মালামাল পাচার হয়ে যায়।

তারা আরও জানান, মিলের সিংহভাগ যন্ত্রপাতিই পাচার হয়ে গিয়েছে। জুট মিলের মালামাল কোথায় যাচ্ছে- প্রশ্ন করলেই তাদের হুমকি দেয়া হয়। তাছাড়া পরে পুলিশ দিয়ে হয়রানি ও মামলার ভয় দেখায় পাচারে সংশ্লিষ্টরা।

মিলের মালামাল স্থানান্তরের বিষয়ে প্রশ্ন করলে মেরামতের জন্য ঢাকায় নেয়া হচ্ছে বলে স্থানীয় প্রশাসনকে জানাচ্ছে পাচারকারীরা। ছবি: নিউজবাংলা

মঙ্গলবার (৪ জুলাই) মিলের যন্ত্রপাতি স্থানান্তরের (পাচার) সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার এসআই ফিরুজ। পরে তার কাছে জানতে চাওয়া হলে নিউজবাংলাকে তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গিয়ে দেখি একটি ট্রাকে (জুট মিলের) মালামাল লোড হয়েছে; আরেকটি ট্রাকে হচ্ছে। ট্রাক থেকে আমি কিছু মালামাল নামিয়েছিলামও। পরে ৯৯৯-এ ফোন আসলে আমার অন্যত্র চলে যেতে হয়। এরপর কী হয়েছে, আমি বলতে পারব না।’

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা নিউজবাংলাকে বলেন, ‘এ ঘটনায় দুদক থেকে জেলা পুলিশ সুপারের কাছে জুট মিলের মালামাল রক্ষণাবেক্ষণে চিঠি দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মিলের মালামাল সংরক্ষণে আমরা সচেষ্ট রয়েছি।’

পুলিশের উপস্থিতিতে মালামাল পাচার প্রসঙ্গে ওসি বলেন, ‘এসআই ফিরুজ ঘটনাস্থলে ছিলেন। ৯৯৯-এ ফোন পেয়ে তাকে অন্যত্র চলে যাওয়া লাগলে সেই সুযোগে ট্রাক দুটি মালামাল নিয়ে চলে যায়।’

এ প্রসঙ্গে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। যারা ট্রাকে করে জুট মিলের মালামাল নিয়েছে, তারা বলেছে- পুরাতন যন্ত্রাংশ মেরামত করার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে পাচার হয়েছে কি না বলতে পারব না।’

মিলটি রক্ষণাবেক্ষণে দুদক থেকে কোনো চিঠি এখনও পাননি জানিয়ে ইউএনও বলেন, ‘কোনো নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে ৮টি ট্রাকে জুট মিলের মালামাল পাচারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি নতুন জয়েন করেছি। বিষয়টি আমার জানা নেই।’

২০১৮ সালে দুদকের মামলায় মিলটির চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতি ও ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতি গ্রেপ্তার হওয়ার পর থেকে জুট মিলটি বন্ধ রয়েছে। পরে মিলটি সিলগালা করে দেয় সরকার।

এ বিভাগের আরো খবর