বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুরে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

  • প্রতিনিধি, চাঁদপুর   
  • ৭ জুলাই, ২০২৩ ১৯:৪৩

স্থানীয় ছাত্রলীগের অবরোধে মহাসড়কের সহস্রাধিক যাত্রীকে দুর্ভোগ পড়তে হয়। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে ও বিকল্প বাহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার গুঞ্জনে স্থানীয় ছাত্রলীগের একাংশ ট্রায়ার জ্বালিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করেছে। এতে মহাসড়কের সহস্রাধিক যাত্রীকে দুর্ভোগ পড়তে হয়। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে ও বিকল্প বাহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।

শুক্রবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে হাজীগঞ্জ বাজারে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবোরধ করে বিক্ষোভকারীরা। পরে দুইঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সড়ক অবোরধে ছাত্রলীগের উপজেলা ও পৌরসভার একাধিক পদপ্রার্থীকে দেখা গেছে।

হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের কোনো কমিটি ঘোষণা হয়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অবোরধ তুলে নেয় বিক্ষোভকারীরা।’

এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী বলেন, ‘হাজীগঞ্জ উপেজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি দেয়া হয়নি। সাধারণ সম্পাদকসহ বৈঠকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর