বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগারগাঁও-মতিঝিলে মেট্রো ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৭ জুলাই, ২০২৩ ১৭:১৭

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে পাড়ি দেবে মেট্রো ট্রেন। প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করতে পারবে এটি।

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রো ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।

শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে একটি ট্রেন মতিঝিলের উদ্দেশে হুইশেল বাজিয়ে যাত্রা শুরু করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ অংশে মেট্রো ট্রেনের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেন।

শুরু হওয়া পরীক্ষামূলক এ ট্রেন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগামী অক্টোবর মাসে মেট্রো ট্রেন মতিঝিল অংশ পর্যন্ত বাণিজ্যিক যাত্রা করবে বলে প্রত্যাশা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরীক্ষামূলক চলাচলের আগে মন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসের ১৫ তারিখ পর্যন্ত সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট চলবে। এই টেস্ট শুক্রবারে দিন এবং অন্যান্য দিন রাতে চলবে। অক্টোবরের শেষ প্রান্তে আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেল। এটির আরেকটি মাইলফলক আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটি হচ্ছে আগারগাঁও-মতিঝিল রুটে ইন্টিগেশন টেস্ট।

তিনি বলেন, মেট্রোরেলে আমাদের প্রথম কাজ। এরপরে আরও পাঁচটি লাইন আছে। ২০৩০ সালের মধ্যে মেট্রোলের ছয়টি লাইনের কাজ আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারব। এই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে কাজ চলেছে। এর জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে এর সব প্রস্তুতি সম্পন্ন করেছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বাসসকে বলেন, ‘চলতি বছরের অক্টোবর থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এমআরটি লাইন-৬-এর সংশ্লিষ্ট সব কাজ শেষ করতে কর্তৃপক্ষ কাজ করছে।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। এরপর উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে আগারগাঁও-মতিঝিল সেকশন চলতি ডিসেম্বরে চালুর ঘোষণা দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।

এমআরটি কর্তৃপক্ষ আশা করছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো ট্রেনের কাজ ২০২৫ সালের জুন মাসে শুরু হবে।

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে পাড়ি দেবে মেট্রো ট্রেন। প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করতে পারবে এটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন।

এ বিভাগের আরো খবর