চট্টগ্রাম মহানগহরে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন অভিযানে গিয়ে আশঙ্কাজনক তথ্য পেয়েছে সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। মহানগরের খুলশী এলাকার ২৫টি ভবনে অভিযান পরিচালনা করে প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ ৮টি ভবনে এডিস মশার লার্ভা পেয়েছে চট্টগ্রাম ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে নগরীর খুলশী থানার উত্তর খুলশী এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় ওই ৮ ভবন মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা নিধন কার্যক্রমে ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ‘অভিযানে ২৫টি বাড়ি পরিদর্শন করে একটি নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস এবং অপর ৭টি ভবনের ছাদে পরিত্যক্ত টব ও পাত্রে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এসব ভবন মালিকদের বিরুদ্ধে মামলা করে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
এসময় এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি মশা নিধনে ঔষধ স্প্রে করে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।