বঙ্গোপসাগরে ভাসনচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ‘পানগাঁও এক্সপ্রেস’ নামের একটি জাহাজ কাত হয়ে আংশিক ডুবে গেছে। দুর্ঘটনাকবলিত জাহাজটিতে থাকা আমদানি পণ্যের ৯৬টি টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনারের মধ্যে তিনটি সাগরের স্রোতে ভেসে গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়লেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। দুর্ঘটনার পর জাহাজটি উদ্ধারে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। ঘটনাস্থলে পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী-১১ ও একটি ভাড়া করা টাগবোট। বাংলাদেশ নৌবাহিনীও উদ্ধার অভিযোনে যুক্ত হয়েছে বিকেলে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটির নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খবর পেয়ে বন্দর থেকে টাগবোট পাঠানো হয়েছে। নৌবাহিনী এবং কোস্টগার্ডও জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’
চট্টগ্রাম বন্দরের এই জাহাজটি ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। তারা জানায়, আমদানি পণ্য বোঝাই ৯৬টি কন্টেইনার নিয়ে জাহাজটি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়। বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ধীরে ধীরে কাত হয়ে জাহাজটি বিকেল ৩টার দিকে মাটিতে আটকে যায়।