রাজধানীর কদমতলীতে পাঁচ তলা ভবনে রং করার সময় নিচে পড়ে মোহাম্মদ রাকিব নামের এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।
সালাম স্টিল মিল নামের একটি কারখানায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে ১৮ বছর বয়সী মোহাম্মদ রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. জুয়েল বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মনপুরায়। কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন রাকিব।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’