বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শনিবার থেকে রাত ৮টার পরও চলবে মেট্রোরেল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ জুলাই, ২০২৩ ১৮:১৩

প্রাথমিকভাবে এই সুবিধা শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

মেট্রোরেলের সময়সূচি নিয়ে যাত্রীদের সুখবর দিল কর্তৃপক্ষ। এতদিন রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলের ট্রেনে চলাচল করতে পারলেও এখন থেকে সোয়া ৮টা ও সাড়ে ৮টায় আরও দুটি ট্রেন ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৮ জুলাই) থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেলের কোচগুলো। তবে প্রাথমিকভাবে এই সুবিধা শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই পাবেন।

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই দুটি মেট্রো ট্রেনে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করে সরকার। উদ্বোধনের পর শুরুতে আগারগাঁও থেকে উত্তরা দিনে চার ঘণ্টা চলাচল করত মেট্রোরেল। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করলেও পরবর্তীতে তা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়। এরপর আস্তে আস্তে সময় বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আগামী অক্টোবর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর কথা রয়েছে।

রাজধানীতে মেট্রোরেল নির্মাণের প্রকল্প ২০১২ সালের ১৮ ডিসেম্বর একনেকে অনুমোদন পায়। মূল নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন। প্রথমে প্রকল্প নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং পাঁচ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।

পরে মেট্রোরল নির্মাণে খরচ বেড়েছে। মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকায়।

এ বিভাগের আরো খবর