আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত স্টেশনে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে।
আগামী ৮ জুলাই থেকে নতুন এই সূচি কার্যকর হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক ফেসবুক পোস্টে বুধবার তথ্য দিয়েছে।
এতে বলা হয়, মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ৮ জুলাই থেকে দুটি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত সোয়া ৮টা এবং রাত সাড়ে ৮টায় আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।
এই মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস ও র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে বলে জানানো হয় এতে।
সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এখন চলাচল করছে মেট্রোরেল। গত ৩১ মে থাকে এই সময়সূচি কর্যকর হয়।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন। তখন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল শুরু হয়। আসন্ন অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ খুলে দেয়ার কথা রয়েছে।