বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রতিনিধি, কুমিল্লা    
  • ৫ জুলাই, ২০২৩ ১১:৪০

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত শুভকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পৌরসভার পাঁচড়া বেপারির বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

প্রাণ হারানো দুজন হলেন ২৭ বছর বয়সী নিপা আক্তার ও তার ৮ বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।

নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে নিপা তার ছেলে মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে এ সুযোগে হত্যাকারী ঘরে প্রবেশ করে নির্মাণাধীন টয়েলেটে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে কাঠের টুকরা দিয়ে পিটিয়ে তাদের গুরুতর জখম করে হত্যাকারী। এ সময় চিৎকার শুনে লোকজন এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত বলে জানান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যায় মুজাহিদ। খবর পেয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত শুভকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

এ বিভাগের আরো খবর