বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভ্যানচালকের মৃত্যুর মামলা না তুললে বগুড়ায় সব পরিবহন বন্ধের হুমকি

  • প্রতিনিধি, বগুড়া    
  • ৫ জুলাই, ২০২৩ ১০:৪৭

বগুড়া জেলা পরিবহন শ্রমিক যৌথ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, দাবি মানা না হলে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বগুড়ায় সব রকম পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।

বগুড়ায় বাসচাপায় এক ভ্যানচালক নিহতের ঘটনায় করা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সমাবেশের ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক যৌথ পরিষদ।

জেলা পরিবহন শ্রমিক যৌথ পরিষদের এক বৈঠকে মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বগুড়া জেলা পরিবহন শ্রমিক যৌথ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দাবি মানা না হলে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বগুড়ায় সব রকম পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।

এ ছাড়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার দুপুর ১২টার দিকে বগুড়া চারমাথার কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাবেশ করবেন সংগঠনটির নেতা-কর্মীরা।

গত সোমবার বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন মোফা নামে এক ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকের স্ত্রী মঞ্জিলা হক বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা করেন। এতে বাসমালিক সারওয়ার হোসেন, চালক সিরাজুল ইসলাম ও তার সহকারী আশিককে আসামি করা হয়।

এ মামলাকে কেন্দ্র করে পরিবহন নেতারা এবারের আন্দোলনের ডাক দেন।

সংগঠনটির পাঁচ দফা দাবিগুলো হলো বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদের প্রত্যাহার, দুর্ঘটনায় ভ্যানচালক নিহতের ঘটনায় হওয়া মামলা প্রত্যাহার, বাস ভাঙচুরের ক্ষতিপূরণ আদায়, মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ।

বগুড়া জেলা পরিবহন শ্রমিক যৌথ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গত সোমবার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি অবশ্যই দুঃখজনক। তবে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্ঘটনার পর আইন অনুযায়ী বাস জব্দ না করে পুলিশ ঘটনাস্থলে রেখে এলে কিছু দুর্বৃত্তরা বাস ভাঙচুর করে।

তিনি আরও বলেন, পরে দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ উদ্দেশ্য প্রণোদিতভাবে বাসমালিক সারওয়ার হোসেনের নামে মামলা করেন। বাসের চালক দোষ করলেও মালিক ও সহকারীর কী দোষ? সংগঠনের পক্ষ থেকে বাস ভাঙচুরের মামলা দিতে গেলে ওসি তা নেননি।

আমিনুল বলেন, ‘এজন্য পাঁচ দফা দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে পাঁচ দফা দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য বগুড়ায় সব রকম পরিবহনের ধর্মঘটের ডাক দেয়া হবে।’

তিনি বলেন, ‘বাসের আইনি সব কাগজপত্র আছে। সমাবেশে গণমাধ্যমের কাছে তা দেখানো হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্ঘটনায় ভ্যানচালক নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেন। এখানে পুলিশের পক্ষ থেকে আসামি কে হবে না হবে তা নির্ধারণ করা হয় না,মামলার পরে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়াও গাড়ি ভাঙচুরের অভিযোগ সত্য নয়।’

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আলতাফনগর রাস্তার মোড়ে ভ্যানের ওপর বসে ছিলেন মোফাজ্জল। ওই সময় হঠাৎ নওগাঁগামী একটি বাস, ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোফাজ্জল দুপচাঁচিয়ার বেলাইল খামারগাড়ি গ্রামের মুনছুর আলীর ছেলে।

এ বিভাগের আরো খবর