দেশের দুটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি মঙ্গলবার বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে সারসংক্ষেপে এমন আভাস দেয়।
সকাল ৯টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি সারসংক্ষেপে বলা হয়, ‘ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা, পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’
বন্যা পরিস্থিতি নিয়ে সারসংক্ষেপে বলা হয়, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার চলমান বন্যা পরিস্থিতির ক্রমোন্নতি হতে পারে।’
কয়েকটি নদীর পানি সমতল বাড়তে পারে জানিয়ে সারসংক্ষেপে বলা হয়, ‘উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।’
এতে আরও বলা হয়, ‘আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে, সোমেশ্বরী নদী নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং পুরাতন সুরমা নদীর পানি সুনামগঞ্জের দিরাই পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিযে প্রবাহিত হচ্ছিল।