বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যায় জড়িত ৩ ছিনতাইকারী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জুলাই, ২০২৩ ১৬:০৬

মহিদ উদ্দিন বলেন, ‘ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের হাতে ভোররাতে খুন হয়েছেন পুলিশ সদস্য মনিরুজ্জামান। ছিনতাইয়ের উদ্দেশ্যেই কনস্টেবল মনিরুজ্জামানকে খুন করা হয়েছে। ছিনতাই করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে তিন ছিনতাইকারী। পুলিশ সদস্য মনিরুজ্জামান তাদের বাধা দেন।’

রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ট্রাফিক কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় তিন ছিনতাইকারী সরাসরি জড়িত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খন্দকার মহিদ উদ্দিন।

এর আগে ওই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ডিএমপি। তারা হলেন রাব্বি, লিটন ও কামরুল।

মহিদ উদ্দিন বলেন, ‘ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের হাতে ভোররাতে খুন হয়েছেন পুলিশ সদস্য মনিরুজ্জামান। ছিনতাইয়ের উদ্দেশ্যেই কনস্টেবল মনিরুজ্জামানকে খুন করা হয়েছে। ছিনতাই করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে তিন ছিনতাইকারী। পুলিশ সদস্য মনিরুজ্জামান তাদের বাধা দেন।

‘এ সময় তাকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তারা পশ্চিম দিক দিয়ে পালিয়ে মোহাম্মদপুর গিয়ে পৃথক হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ঈদের আগে ১ হাজারেরও বেশি ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।’

এ বিভাগের আরো খবর