রাজধানীতে ছিনতাইয়ের কৌশল হিসেবে প্রথমে ধাক্কা দেয়া হয়। এ সূত্রে ঝগড়া বাধিয়ে বিশেষ কায়দায় ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা-পুলিশ।
তারা হলেন মো. রাসেল, মো. আমান, মো. উজ্জল ও মো. রনি।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চক্রের মূল টার্গেট নারী। ছিনতাইকারীরা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে বলে চক্রটি ‘ধাক্কা পার্টি’ নামেই পরিচিত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
ছিনতাইয়ের কৌশলের বর্ণনা দিয়ে ওসি বলেন, ‘তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন। বিশেষ করে মার্কেট ও বিপণিবিতানের সামনে অবস্থান নিয়ে কোনো নারীকে দেখলেই চক্রের দুজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই নারীর সঙ্গে তর্কে জড়ান।’
তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে চক্রের বাকি সদস্যরা নারীর ব্যাগ, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তারের সময় তারা একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় এক নারীর ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।’