টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৮ বছর বয়সী আশরাফুল ইসলাম রাফি উপজেলার দিগড় গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল হোসেনের ছেলে।
আশরাফুল ইসলাম রাফি ঢাকা মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন জানান, রাফি হামিদপুর থেকে মোটরসাইকেলে ঘাটাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রাফি নিহত হয়। ওই সময় প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে যান।
তিনি আরও জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।