আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশে জনসচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াইশ মাদক বিরোধী যুব আন্দোলনের সমন্বয়ক, ফ্রিল্যান্স সাংবাদিক ও উন্নয়নকর্মী মুহাম্মদ আবু ছালেহ ছিদ্দিকীর সভাপতিত্বে শনিবার সকালে এ দুই কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি ও পথসভায় বক্তব্য দেন কালিয়াইশ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাফেজ আহমদ, ইউপি সদস্য জসীম উদ্দীন, চিকিৎসক অজিত দেব, শিক্ষক মো. সোলাইমান, ব্যাংক কর্মকর্তা আবু হানিফ ছিদ্দিকী, বিমাকার সায়ের আহমদ সায়েদ, শিক্ষক রমিজ আহমদ, সাংবাদিক এরশাদ, নবকল্লোল যুব সংঘের সভাপতি প্রকৌশলী শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান, প্রত্যয় একতা সংঘের সভাপতি ওবাইদুল আকাইদ, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা মুহাম্মদ মুহসিন, নুর মোহাম্মদ, প্রকৌশলী জিন্নাত আলী, উন্নয়নকর্মী জাহেদ, মোরশেদ, জুয়েল আমীন, সারওয়ার টিপুসহ অনেকে।
‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে ধারণ করে মাদক বিরোধী যুব আন্দোলনের পথসভায় একাধিক বক্তা বলেন, মাদক ও জুয়া সুন্দর পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বর্তমানে এসব অপরাধ সমাজে আশঙ্কাজনক হারে বেড়েছে। মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে যুবসমাজ চুরি, ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এমনকি মা-বাবাকে মারধর করতেও দ্বিধাবোধ করছে না।
বক্তাদের ভাষ্য, যুবসমাজকে এসব অপরাধ থেকে ফিরিয়ে আনতে জনসচেতনতা প্রয়োজন। মাদক ও জুয়ার আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে পরিবারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক কারবারিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
মাদক, জুয়া ও ইভটিজিংবিরোধী জনসচেতনতামূলক র্যালিটি কালিয়াইশের বিওসি মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে।