বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই।
শনিবার বিকেলে বগুড়ার সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে বগুড়ায় রোটারি জেলা বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ‘সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি, সাপ্লাই ও ডিমান্ডের ওপর অনেক কিছু নির্ভর করে। আমদানি পণ্য ব্যবসায়ীরা হোল্ড করে রাখেন। তখন আমরা চেষ্টা করি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিয়ে নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বিদেশে বাড়লেও আমাদের দেশে বাড়ে।’
কোরবানির চামড়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাচা চামড়াতে লবণ দিতে বারবার বলা হয়েছে। লবণ দিলে দাম না পেলেও আরও সাত দিন চামড়া হাতে রাখতে পারত। তবে কেউ কেউ সেই কথা শোনেনি৷ লবন দিলে ব্যবসায়ীরাও ভালো দাম পেতেন।’
তিনি আরও বলেন, ‘সরকার কাচা মরিচ আমদানির সিদ্ধান্ত ও অনুমতি দিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার প্রমুখ।