ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন ৩৬ বছর বয়সী মোছা. মনি আক্তার ও ৪০ বছর বয়সী মিনারা বেগম।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
ওই নারীদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া একটি বাস দুই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পান তারা।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এনায়েত কবির মামুন বলেন, ‘অভিযুক্ত বাসের চালক শাহিনকে আটক করা হয়েছে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মাসুদ মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’