শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাসচাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। একইদিনে শেরপুর-জামালপুর মহাসড়কের কুলুরচরে মোটরসাইকেল দূর্ঘটনায় মো. মিশর নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কদমতলী বাজারে বাস দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
অটোরিকশায় নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিউনের মনাকুষা গ্রামের রফিক মাস্টারের ৪০ বছরের ছেলে অটোরিকশা যাত্রী রবিউল ইসলাম এবং একই ইউনিয়নের বন্ধুপাড়া গ্রামের ৩০ বছর বয়সী অটোচালক সাইদুল ইসলাম। অপর ঘটনায় নিহত কলেজছাত্র মো. মিশর জেলা সদরের টিকারচরের দিঘলদী গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারের সামনে ঢাকা থেকে আসা বাস লুবনা পরিবহনের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে বাসের থাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এসময় অটোরিকশায় থাকা যাত্রী ও চালকের ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। একই সঙ্গে বাসও শনাক্ত করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে শেরপুর-জামালপুর সহাসড়কের কুলুরচরে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন কলেজ ছাত্র মিশর।
শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘মোটরসাইকেল দূর্ঘটনায় নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’