বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদের নামাজ: সিলেটে এক কাতারে দুই মেয়র

  • প্রতিবেদক, সিলেট   
  • ২৯ জুন, ২০২৩ ১৬:০৩

সিলেট শাহী ঈদগাহেই দুই মেয়রের সঙ্গে নিয়ে নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এক কাতারে দাঁড়িয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার সকালে সিলেট শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে তারা একে অপরকে বুকে জড়িয়ে কোলাকুলিও করেছেন। এসময় আরিফুল হক ও আনোয়ারুজ্জামান কুশলাদি বিনিময় করেন।

২১ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আর দলীয় নিষেধাজ্ঞার কারণে এ নির্বাচনে প্রার্থী হননি বিএনপি নেতা ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট শাহী ঈদগাহেই দুই মেয়রের সঙ্গে নিয়ে নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশে স্থিতিশীলতা প্রয়োজন। দেশে শান্তি শৃঙখলা ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই সচেতন। তারা ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্তই নেন। দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষায় আগামী নির্বাচনেও তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমার বিশ্বাস। কারও প্ররোচনা বা ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দেবেন না।’

শাহী ঈদগাহ ময়দানে সিলেটের প্রধান এ ঈদ জামাতে নামাজের আগে বয়ান পেশ ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

এছাড়া ঈদুল আজহায় মহানগরসহ সিলেট জেলার ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

তবে সকাল থেকেই বৃষ্টির কারণে বিপত্তি পোহাতে হয় মুসল্লিদের।

এ বিভাগের আরো খবর