সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।
বুধবার সকালে উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার ঈদ পালন করছেন।
স্থানীয় ঈমাম আব্দুর রহমান বলেন, ‘সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। আমি ঈদের নামাজ পড়িয়েছি। নামাজে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।’
লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান বলেন, ‘শশীনাড়া একটি ছোট গ্রাম। এ গ্রামে পাঁচ শতাধিক মানুষের বাস। গ্রামটির একটি সমাজের শতাধিক মানুষ সৌদির সঙ্গে মিল রেখে দেশে উদযাপনের একদিন আগে ঈদ উদযাপন করে। আমি শুনেছি ১০-১২ বছর ধরে গ্রামটির ৫০-৬০ পরিবার ঈদ উদযাপন করে আসছে।’
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।