ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি একক কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগ এনে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এভাবে দেশ চলতে থাকলে আগামী দিনে কোনো রাজনৈতিক দল থাকবে না। একটা দল এবং তাদের এক নেতা চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হতে পারে। এই স্টাইলে যদি নির্বাচন তারা করতে পারে, তাহলে ক্ষমতায় একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে।
মঙ্গলবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এ সময় জি এম কাদের বলেন, ‘দেশ এখন এমন একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পড়েছে যে, মানুষের কোনো অধিকার নেই বললেই চলে। মানুষের ভোটাধিকার নেই। মন খুলে কথা বলার অধিকার নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষের ভাত-কাপড়ের নিরাপত্তা নেই। রাষ্ট্রের দায়িত্ব জনগণের মৌলিক চাহিদা পূরণ করা, সেটিও প্রতিপালিত হচ্ছে না।
‘দেশের মানুষকে এ অবস্থা থেকে মুক্ত করতে হবে। বিদেশিদের একটা চাপ কাজ করছে। আমরা তাদের দিকে তাকিয়ে আছি। অন্য রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছে। সবাই মিলেমিশে চেষ্টা করলে দেশটা উদ্ধার হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখনো সব নির্বাচনে অংশ নিচ্ছে। এর দুটি কারণ, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দলকে শক্তিশালী করা; দ্বিতীয়ত, দেশের মানুষের কাছে উপস্থাপন করা, এই সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এখন কারও ভোট দেয়ার অধিকার নেই। এ কথাগুলো জনগণকে আমরা বোঝানোর জন্য নির্বাচন করছি।’
এর আগে সরাসরি রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন, রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।