বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ড্রেনে পড়া কোরবানির গরুকে পৌনে ৪ ঘণ্টার চেষ্টায় টেনে তুলল ফায়ার সার্ভিস

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ২৭ জুন, ২০২৩ ১১:৫৫

ড্রেনটি সরু হওয়ায় গরুটি নড়াচড়া করতে পারছিল না। খুব ভয়ানক অবস্থা ছিল। সকাল ৯টার দিকে গরুটিকে উদ্ধার করা হয়।

কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় কোরবানির জন্য কিনে আনা একটি গরু পড়ে গিয়েছিল ড্রেনে। প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় এই গরুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে ধর্মসাগর পশ্চিমপ্বার্শের ড্রিমপার্ক আবাসিক ভবনে।

ভবনটির বাসিন্দা সহকারী অধ্যাপক মুহিবুবুল হক ছোটন বলেন, গ্রাউন্ডফ্লোরে কোরবানির জন্য গরু বেঁধে রাখা হয়েছিল। ভোর ৫টার দিকে চিৎকার শুনে এসে দেখি একটি গরু পানি নিষ্কাশনের ড্রেনে পড়ে গেছে।

তিনি বলেন, ড্রেনটি সরু হওয়ায় গরুটি নড়াচড়া করতে পারছিল না। খুব ভয়ানক অবস্থা ছিল। সকাল ৯টার দিকে গরুটিকে উদ্ধার করা হয়।

গরুর মালিক কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মী মো. ইউসুফ জানান, মঙ্গলবার ভোরে লাফালাফি করতে গিয়ে পানি নিস্কাশনের ড্রেনে পড়ে যায় গরুটি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান শুরু।

কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, পানি নিষ্কাশনের ড্রেনটি সরু হওয়ায় গরুটি উদ্ধার করতে বেগ পেতে হয়। তবে দীর্ঘ পৌনে চার ঘন্টার অভিযানে আমরা সরু ড্রেন থেকে গরুটি উদ্ধার করতে সক্ষম হই।

এ বিভাগের আরো খবর