ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিনব কায়দায় পুকুরের পানিতে ডুবিয়ে লুকিয়ে রাখা ১২০টি বিয়ারের বোতল উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের একটি পুকুর থেকে বোতলগুলো উদ্ধার করা হয়।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৬ জন আসামী পলাতক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার বরাত দিয়ে ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কুইয়াপানিয়া গ্রামের খোকন মিয়ার বাড়ির পেছনের পুকুরে অভিযান চালিয়ে ৭টি প্লাস্টিকের ব্যাগে ১২০টি বিয়ারের বোতল উদ্ধার করা হয়। আগেই আমাদের আসার খবর জানতে পেরে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
‘এ ব্যাপারে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মাদক আইনে মামলা করেছে পুলিশ।’
মামলার আসামীরা হলেন- কুইয়াপানিয়া গ্রামের ২৬ বছর বয়সী মো. সবুজ, রাকিব ও রিপন, ২৭ বছর বয়সী বাহারম, ৩২ বছর বয়সী মো. ফারুক এবং ৪০ বছর বয়সী মো. কামাল মিয়া।
আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।